হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে ৩৩ ককটেলসহ একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩৩টি ককটেলসহ সিরাজুল ইসলাম সজীব (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ বুধবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে চাঁপাইনবাবগঞ্জের র‍্যাব ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃত সিরাজুল সদর উপজেলার নতুন হুজরাপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল গতকাল বিকেলে দায়পুকুরিয়া ইউনিয়নের কলমুগাড়া এলাকার একটি বাগানবাড়ির বারান্দায় অভিযান চালায়। এ সময় ৩৩টি ককটেলসহ সিরাজুলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। পরে স্বীকার করেছেন যে তিনি ককটেলগুলো বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে নেতৃত্বে দেন, কোম্পানির অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ওৎ উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। 

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, গতকাল দুপুরে তাঁকে আদালতে পাঠানো হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জের দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ

বিএসএফ-কাণ্ড: রবিউলের মরদেহে ৬ স্থানে আঘাতের চিহ্ন

বিএসএফের হাতে আটকের পর মারা যাওয়া রবিউলের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি