হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনএমের প্রার্থীর বাড়িতে ‘ককটেল’ বিস্ফোরণ 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বহিষ্কৃত বিএনপি নেতা মাওলানা আব্দুল মতিনের বাড়িতে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর এলাকার পাঠানপাড়ায় তাঁর নিজ বাসভবনে ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। 

এ সময় ঘরের দেয়ালে বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্কিত হয়ে পড়েন মতিনের পরিবারের সদস্যরা। 

একই বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকেন যমুনা টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জের স্টাফ রিপোর্টার মনোয়ার হোসেন জুয়েলের পরিবার। তারাও আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় আব্দুল মতিন ও সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল বাড়ির বাইরে অবস্থান করছিলেন। পরে খবর পেয়ে তাঁরা বাড়িতে ছুটে যান। একই সময় সদর মডেল থানার পুলিশ সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন। 

আব্দুল মতিন অভিযোগ করে বলেন, ‘বাড়িতে হামলার সময় পরিকল্পিতভাবে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। আমাকে নির্বাচন থেকে সরিয়ে দিতে এবং হত্যা করতে ককটেল হামলা চালানো হয়েছে। যতই হামলা-মামলা হোক আমাকে কোনো পক্ষ নির্বাচন থেকে সরাতে পারবে না। হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।’ 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, ককটেল হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আলামত সংগ্রহ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ওসি আরও বলেন, হামলাকারীদের ধরতে অভিযান চালানো হবে। 

প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র আব্দুল মতিন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনএম থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন। পরে বিএনপি তাঁকে দল থেকে বহিষ্কার করে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দুই বাংলাদেশি নিখোঁজ, বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ

ভারতীয় নারী সোনালী খাতুনসহ ৬ জনকে জামিন দিয়েছেন আদালত

পুকুরপাড়ে পড়ে ছিল পাহারাদারের রক্তাক্ত মরদেহ

নির্বাচন ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ঢুকছে অস্ত্র, তিনটি অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ: ৬০ মিটার সেতুর কারণে ১০ কিলোমিটার পাড়ি

চাঁপাইনবাবগঞ্জে অভিযানে চোর-ডাকাতসহ গ্রেপ্তার ৪০

শুধু স্বাধীনতাযুদ্ধের বিরোধিতা না, জামায়াত পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যাও করেছে : মির্জা ফখরুল

বিনা অনুমতিতে কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত, চাকরি হারালেন শিক্ষিকা

ডাকাত ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা

সীমান্তে ভারতীয় বোনের লাশ দেখে কাঁদলেন বাংলাদেশি ভাই