হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে মায়ের কোল থেকে ছিটকে পড়া শিশু ট্রলিচাপায় নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মায়ের কোল থেকে ছিটকে পড়ে ট্রলিচাপায় ছয় মাস বয়সী মো. আব্দুর রহমান নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির মা শান্তি বেগম। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান উপজেলার পার কালুপুর গ্রামের শফিকুল ইসলাম সোনুর ছেলে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, আজ বেলা সোয়া ১১টার দিকে মোটরসাইকেল ও বিদ্যুতের খুঁটি বহনকারী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে মোটরসাইকেলে থাকা মায়ের কোল থেকে আব্দুর রহমান ছিটকে পড়ে ট্রলির চাপায় ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত হন শিশুটির মা শান্তি বেগম। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ওসি আরও বলেন, ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জের দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ

বিএসএফ-কাণ্ড: রবিউলের মরদেহে ৬ স্থানে আঘাতের চিহ্ন

বিএসএফের হাতে আটকের পর মারা যাওয়া রবিউলের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি