চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অস্ত্র–গুলিসহ মো. সোহান আলী (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাতে উপজেলার মরিচাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার যুবক জেলার নাচোল উপজেলার শ্রীরামপুরের বাসিন্দা।
র্যাব জানায়, গোপন সংবাদ পেয়ে চাঁপাইনবাবগঞ্জে র্যাবের একটি আভিযানিক দল মরিচাডাঙ্গা এলাকায় অবস্থান নেয়। একটি ব্যাটারিচালিত অটোরিকশার গতিবিধি সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় অটোরিকশার যাত্রী সোহান আলীর শরীর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে।