হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

৫ দফা দাবি আদায়ে চাঁপাইনবাবগঞ্জে কৃষক সমিতির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

পাঁচ দফা দাবি আদায়ে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক সমিতি জেলা শাখা। আজ সোমবার সকালে বিশ্বরোড মোড় থেকে একটি মিছিল বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি হুমায়ন কবির, সাধারণ সম্পাদক মিলন কুমার পাল, অ্যাডভোকেট সাইদুর রহমান, ইসরাইল হোসেন সেন্টুসহ অন্যরা। এতে রাজশাহী ও রংপুর বিভাগের বরেন্দ্র অঞ্চলের কৃষি সেচের পানি বিতরণে অনিয়ম-হয়রানি ও দুর্নীতি বন্ধ, বরেন্দ্র অঞ্চলের নদীসহ সারা দেশের নদী–খাল জলাশয় অবৈধ দখলমুক্ত করে পরিকল্পিত নদী খনন করে সেচ ব্যবস্থা চালু করা, উত্তর-রাজশাহী সেচপ্রকল্প চালু করা, ভূ-উপরিস্থ পানির ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করা, বরেন্দ্র অঞ্চলের কৃষি-কৃষকসহ সাধারণের জীবন-জীবিকা নিশ্চিত করা এবং চাহিদামতো নির্ধারিত দামে পর্যাপ্ত সার ও অন্যান্য কৃষি উপকরণ নিশ্চিত করার দাবি জানানো হয়। পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, সেচের পানি না পেয়ে ২০২২ সালের ২১ মার্চ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিঘটু গ্রামের দুই সাঁওতাল আদিবাসী ভাই রবি মার্ডি ও অভিনাথ মার্ডি ক্ষোভে দুঃখে নিজ জমিতেই বিষপান করে আত্মহত্যা করেন। এ ছাড়া বোরো মৌসুমে সারের কৃত্রিম সংকট দেখিয়ে কৃষকের কাছ থেকে অসাধু ডিলাররা অনেক বেশি দামে সার বিক্রি করছেন। ফলে কৃষকের ফসল উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে। কৃষি বাজার ব্যবস্থা সিন্ডিকেটের দখলে চলে যাচ্ছে। এ ছাড়া ধানের লাভজনক দাম না পেয়ে কৃষক দিশেহারা হয়ে পড়ছেন।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি

সড়কে গাছ ফেলে ডাকাতি, ছুরিকাঘাতে দুজন আহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

পুশ ইনের শিকার অন্তঃসত্ত্বা সোনালী অবশেষে ভারতে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দুই বাংলাদেশি নিখোঁজ, বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ

ভারতীয় নারী সোনালী খাতুনসহ ৬ জনকে জামিন দিয়েছেন আদালত

পুকুরপাড়ে পড়ে ছিল পাহারাদারের রক্তাক্ত মরদেহ

নির্বাচন ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ঢুকছে অস্ত্র, তিনটি অস্ত্র উদ্ধার