সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আ. লীগের নেতা জারা জাবীন মাহবুব ও তাঁর বাবার বিরুদ্ধে বিল দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। আজ বুধবার জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজারে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। তবে অভিযোগ অস্বীকার করে তা মিথ্যা ও বানোয়াট বলছেন সংসদ সদস্য।
৫০০ মৎস্যজীবী পরিবারের ব্যানারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিরাদহ বিলের ইজারাদার মো. আফাজ উদ্দিন। এ সময় তিনি বলেন, ‘আমি নিয়ম মোতাবেক চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোয়াদ ওয়াক্ফ এস্টেটের মোতাওয়াল্লী এমপি জারার বাবা কাইয়ুম রেজা চৌধুরীর কাছ থেকে ২০২৩ সাল হতে ২০২৬ সাল পর্যন্ত কুমিরাদহ বিল ইজারা নিই। কিন্তু এমপি জারা তাঁর লোকজনের মাধ্যমে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন।’
তিনি বলেন, ‘চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১৪ এপ্রিল এমপি নিজে উপস্থিত থেকে বিলের পাড়ে থাকা মাছের খাবার ও বিভিন্ন সরঞ্জাম লুটপাট করে নিয়ে যান। এ ছাড়া মৎস্যজীবীদের একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন এমপি জারা। এ নিয়ে প্রায় ৫০০ মৎস্যজীবী পরিবারের বিনিয়োগ করা আড়াই কোটি টাকা হারানোর আশঙ্কায় রয়েছে। এমনকি বিভিন্ন হুমকি-ধমকিতে বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন মৎস্যজীবীরা।’
তিনি বলেন, ‘আমাদের স্থাপনায় আগুন দিয়েছে আলফাজ উদ্দিনের লোকজন।’ তাঁর দাবি আলফাজ উদ্দিন আদালতে হেরে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছেন।