হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে এমপি জারার বিরুদ্ধে ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আ. লীগের নেতা জারা জাবীন মাহবুব ও তাঁর বাবার বিরুদ্ধে বিল দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। আজ বুধবার জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজারে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। তবে অভিযোগ অস্বীকার করে তা মিথ্যা ও বানোয়াট বলছেন সংসদ সদস্য। 

৫০০ মৎস্যজীবী পরিবারের ব্যানারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিরাদহ বিলের ইজারাদার মো. আফাজ উদ্দিন। এ সময় তিনি বলেন, ‘আমি নিয়ম মোতাবেক চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোয়াদ ওয়াক্ফ এস্টেটের মোতাওয়াল্লী এমপি জারার বাবা কাইয়ুম রেজা চৌধুরীর কাছ থেকে ২০২৩ সাল হতে ২০২৬ সাল পর্যন্ত কুমিরাদহ বিল ইজারা নিই। কিন্তু এমপি জারা তাঁর লোকজনের মাধ্যমে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন।’ 

তিনি বলেন, ‘চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১৪ এপ্রিল এমপি নিজে উপস্থিত থেকে বিলের পাড়ে থাকা মাছের খাবার ও বিভিন্ন সরঞ্জাম লুটপাট করে নিয়ে যান। এ ছাড়া মৎস্যজীবীদের একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন এমপি জারা। এ নিয়ে প্রায় ৫০০ মৎস্যজীবী পরিবারের বিনিয়োগ করা আড়াই কোটি টাকা হারানোর আশঙ্কায় রয়েছে। এমনকি বিভিন্ন হুমকি-ধমকিতে বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন মৎস্যজীবীরা।’ 

অপর দিকে অভিযোগ অস্বীকার করে তা মিথ্যা বানোয়াট বলছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য জারা জাবীন মাহবুব। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিলটি আমাদের পৈতৃক সম্পত্তি। ১৫০ বছর ধরে আমাদের দখলে রয়েছে। আলফাজ উদ্দিনসহ তার কিছু লোকজন বিলটি দখল করে রেখেছে। এমনকি আমাদের লোকজন ও পরিবারের সদস্যদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করছে।’ 

তিনি বলেন, ‘আমাদের স্থাপনায় আগুন দিয়েছে আলফাজ উদ্দিনের লোকজন।’ তাঁর দাবি আলফাজ উদ্দিন আদালতে হেরে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছেন।

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জের দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ

বিএসএফ-কাণ্ড: রবিউলের মরদেহে ৬ স্থানে আঘাতের চিহ্ন

বিএসএফের হাতে আটকের পর মারা যাওয়া রবিউলের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি