চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসলে নেমে এক বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক বোন নিখোঁজ রয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের পশ্চিম ঘাটে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো সোনাপট্টি গ্রামের রেহসান আলীর মেয়ে রেসমা খাতুন (৭) ও কটাপাড়ার মো. গুমানির মেয়ে মোসলেমা খাতুন (১৪)।
শিশু দুটির আত্মীয় মজিবুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের পশ্চিম ঘাটে পদ্মা নদীতে গোসলে যায় রেসমা ও মোসলেমা। এ সময় নদীতে ডুবে মারা যায় তারা। পরে স্থানীয়রা রেসমার মরদেহ উদ্ধার করলেও এখনো নিখোঁজ রয়েছে মোসলেমা। তারা সম্পর্কে মামাতো ও ফুপাতো বোন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (এসআই) মাহফুজুল হক জানান, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ মোসলেমার মরদেহের সন্ধানে রাজশাহীর ডুবুরি দল কাজ করছে।