হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

দুলুকে চাঁপাইনবাবগঞ্জে ঢুকতে না দেওয়ার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে চাঁপাইনবাবগঞ্জে ঢুকতে দেওয়া হয়নি বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সীমানা দ্বারিয়াপুর এলাকায় তাঁকে আটকে দেওয়া হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও ন্যায্যমূল্যে পর্যাপ্ত দ্রব্যসামগ্রী বিক্রির দাবির কর্মসূচিতে যোগ দিতে আসছিলেন তিনি। 

বিএনপির স্থানীয় নেতারা জানান, বেলা ৩টায় শহরের জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ হওয়ার কথা ছিল বিএনপির। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সড়ক পথে আসার সময় বেলা দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জের প্রবেশপথ দ্বারিয়াপুরে দুলুকে বহনকারী গাড়ি আটকে দেয় পুলিশ। 

এ সময় দুলুসহ বিএনপির নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। সমাবেশের অনুমতি নেই দাবি করে পুলিশ শেষ পর্যন্ত দুলুকে চাঁপাইনবাবগঞ্জের সীমানায় প্রবেশের আগেই ফেরত পাঠান। 

এ সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সরকারের ইন্ধনেই পুলিশ সমাবেশে যোগ দিতে বাধা দিয়েছে। সরকার চায় না মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে সংগঠিত হোক। 

এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, বিএনপি কোনোরকম অনুমতি না থাকায় এবং নাশকতার সন্দেহ থাকায় প্রোগ্রাম করতে দেওয়া হয়নি। এই জন্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু নিজ দায়িত্ব চলে গেছেন।

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি

সড়কে গাছ ফেলে ডাকাতি, ছুরিকাঘাতে দুজন আহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

পুশ ইনের শিকার অন্তঃসত্ত্বা সোনালী অবশেষে ভারতে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দুই বাংলাদেশি নিখোঁজ, বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ