হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

কৃষককে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বারিকুল ইসলাম (৩৬) নামের বাংলাদেশি এক কৃষককে পিটিয়ে হত্যার পর লাশ নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, বারিউল জমিতে সেচ দিতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

উপজেলার রঘুনাথপুর সীমান্তে আজ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে। নিহত বারিকুল উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগনাথপুর স্কুলছাম গ্রামের সেতাউর রহমানের ছেলে।

নিহত বারিকুলের ভাই সুমন আলী বলেন, বারিকুল জমিতে সেচ দিতে গিয়েছিলেন। বিএসএফ সদস্যরা তাঁকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করেছে।

দুর্লভপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সাইদুর রহমান বলেন, রঘুনাথপুর সীমান্তে জমিতে সেচ দিতে যান বারিকুল ইসলামসহ পাঁচ-ছয়জন কৃষক। এ সময় ভারতের মুর্শিদাবাদের সুতি থানার বাজিতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের ধাওয়া দেন। বাকিরা চলে এলেও বারিকুলকে আটক করে বিএসএফ সদস্যরা। তিনি দাবি করেন, আটকের পর বারিকুলকে পিটিয়ে হত্যা করে ভারতের ভেতরে একটি নদীতীরে লাশ ফেলে রাখা হয়। পরে ভারতীয় নাগরিকেরা সকালে মরদেহ দেখতে পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছাড়েন। এরপর পরিচয় শনাক্ত করে বারিকুলের পরিবার। লাশ ফেরত আনতে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চাঁপাইনবাবগঞ্জের ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান বলেন, ‘এ রকম কোনো তথ্য আমাদের কাছে নেই। তা ছাড়া, পরিবারের সদস্যরাও এ ব্যাপারে আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।’

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জের দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ

বিএসএফ-কাণ্ড: রবিউলের মরদেহে ৬ স্থানে আঘাতের চিহ্ন

বিএসএফের হাতে আটকের পর মারা যাওয়া রবিউলের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি