ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এই সময়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
আজ বুধবার রাতে সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মো. মাঈনুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।
সূত্রে জানা গেছে, সোনামসজিদ আমদানি-রপ্তানি গ্রুপ ও বন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তে একটি পত্রে বাংলাদেশ এবং ভারতের সংশ্লিষ্ট সব পক্ষকে বন্ধের বিষয়টি অবহিত করা হয়েছে।
এ বিষয়ে মো. মাঈনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে কোনো পণ্য রপ্তানি হবে না। ফলে ১০ দিন বন্দরের আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ১৫ জুন থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে।
সোনামসজিদ ইমিগ্রেশন ইনচার্জ (উপপরিদর্শক) মো. জামিরুল ইসলাম বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও সোনামসজিদ স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট স্বাভাবিক থাকবে। পাসপোর্টধারী যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন। এটাতে তাঁদের সমস্যা হবে না।