হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

ঈদুল আজহায় সোনামসজিদ স্থলবন্দর ১০ দিন বন্ধ থাকবে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ফাইল ছবি

ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এই সময়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

আজ বুধবার রাতে সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মো. মাঈনুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

সূত্রে জানা গেছে, সোনামসজিদ আমদানি-রপ্তানি গ্রুপ ও বন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তে একটি পত্রে বাংলাদেশ এবং ভারতের সংশ্লিষ্ট সব পক্ষকে বন্ধের বিষয়টি অবহিত করা হয়েছে।

এ বিষয়ে মো. মাঈনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে কোনো পণ্য রপ্তানি হবে না। ফলে ১০ দিন বন্দরের আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ১৫ জুন থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে।

সোনামসজিদ ইমিগ্রেশন ইনচার্জ (উপপরিদর্শক) মো. জামিরুল ইসলাম বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও সোনামসজিদ স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট স্বাভাবিক থাকবে। পাসপোর্টধারী যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন। এটাতে তাঁদের সমস্যা হবে না।

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জের দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ

বিএসএফ-কাণ্ড: রবিউলের মরদেহে ৬ স্থানে আঘাতের চিহ্ন

বিএসএফের হাতে আটকের পর মারা যাওয়া রবিউলের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি