হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে ভারত সীমান্তের কাছ থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাদিকুর রহমান (৪২) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁর বাড়ি উপজেলার মোল্লাটোলার চকপাড়া গ্রামে। আজ রোববার ভোরে উপজেলার চকপাড়া এলাকার ভারতীয় সীমানা পিলার থেকে ১০০ গজ ভেতরের একটি ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিজিবির অধিনায়ক গোলাম কিবরিয়া বলেন, ‘ভোরে স্থানীয়দের দেওয়া খাবারের ভিত্তিতে বিজিবি সদস্যরা সাদিকুর রহমানের মরদেহ উদ্ধার করে। পরে পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।’

বিজিবি অধিনায়ক আরও বলেন, ‘বিএসফের কোনো গুলির আওয়াজ শোনা যায়নি। এ ছাড়া আমরাও কোনো গুলি চালাইনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরাচালানিদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন সাদিকুর। এখন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সীমান্ত এলাকায় বিশেষ টহল চলছে।’ 

এ নিয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গলায় একটি গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’ 

সাদিকুরের স্ত্রী পিয়ারা বেগম বলেন, ‘গতকাল শনিবার ঈদের নামাজ পড়ে বাড়িতে দুপুরের খাবার খান সাদিক। এরপর আসরের নামাজের পর কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে যান তিনি এবং রাতে আর ফেরেননি। আজ সকালে লোকমুখে খবর পাই তাঁর মরদেহ পড়ে আছে ধানখেতে।’ 

সাদিকুরের মা রেফুল বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলে কোনো অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল না। কেন তাঁকে গুলি করে হত্যা করা হলো?’ 

স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম বলেন, ‘সাদিকুর রহমান সোনামসজিদ বন্দরে ও কৃষিকাজ করে সংসার চালাত। আজ সকালে শুনি তাঁর গুলিবিদ্ধ মরদেহ সীমান্তের কাছে ধানের খেতে পড়ে রয়েছে। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা মরদেহটি উদ্ধার করেছে। ’

ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অনুপ্রবেশ, বিজিবির হাতে আটক ১৭ বাংলাদেশি

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জের দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ

বিএসএফ-কাণ্ড: রবিউলের মরদেহে ৬ স্থানে আঘাতের চিহ্ন

বিএসএফের হাতে আটকের পর মারা যাওয়া রবিউলের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ