হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

মন্দিরে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে গ্রেপ্তার ৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে মন্দিরে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত ভিন্ন ভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ সন্ধ্যায় তাঁদের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাকারিয়া।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ শহরের পিটিআই এলাকায় মানিক আলীর ছেলে বাদল আলী, শহীদুল ইসলামের ছেলে রানা আহম্মেদ, শহীদুল হকের ছেলে আব্দুল সালেক, আজাইপুর-ধানুর মোড়ের ফরজিল হোসেনের ছেলে আব্দুল মুজাহিদ।

ওসি এসএম জাকারিয়া জানান, চাঁপাইনবাবগঞ্জের চরজোতপ্রতাপ ঠাকুরানী দূর্গামাতা মন্দিরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ঘটনায় থানায় মামলা করেন ওই মন্দিরের সাধারণ সম্পাদক অজিত কুমার দাস। মামলার এজাহারে পরপর তিনদিন হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

মামলার পর অভিযান চালিয়ে চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, শুক্রবার রাতে ওই মন্দিরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় বিক্ষুব্ধ সনাতন ধর্মালম্বীরা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়ক অবরোধ করে।

প্রায় এক ঘণ্টা ধরে চলা অবরোধে ওই সড়কে সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ওই সময় দোষীদের গ্রেপ্তারের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। চাঁপাইনবাবগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তানভীর হাসান ২৪ ঘণ্টার আগেই দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছিলেন।

ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অনুপ্রবেশ, বিজিবির হাতে আটক ১৭ বাংলাদেশি

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জের দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ

বিএসএফ-কাণ্ড: রবিউলের মরদেহে ৬ স্থানে আঘাতের চিহ্ন

বিএসএফের হাতে আটকের পর মারা যাওয়া রবিউলের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ