হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাওয়ার আকুতি ফুরকুনি বেগমের

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)

ভিক্ষা ও অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান ফুরকুনি বেগম (৭০)। নিজের কোনো জমিজমা নেই। অন্যের জায়গায় বাস করেন তিনি। এমন অবস্থায় নিজের একটু আশ্রয়ের জন্য প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাওয়ার আকুতি তাঁর।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দৌলতপুর গ্রামে বাড়ি তাঁর। ওই গ্রামের মৃত ফেলু শেখের স্ত্রী তিনি। একমাত্র মেয়েকে বিয়ে দিয়ে অন্যের জায়গায় বাস করছেন ফুরকুনি বেগম।

ফুরকুনি বেগম বলেন, ‘সবাই বাড়ি পাচ্ছে অথচ আমি পাচ্ছি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদের বাড়িঘর-জমিজমা নেই তাদের ইটের বাড়ি করে দিচ্ছেন। সঙ্গে জমির দলিলও দিয়ে দিচ্ছেন। শুনে খুব খুশি হয়েছি।’ কিছুই নেই তাঁর। এ বয়সে একটি বাড়ি পাওয়ার জন্য অনেকের দ্বারস্থ হয়েছেন তিনি। কিন্তু কেউ তাঁকে সহযোগিতা করেননি। তিনি ‘বাড়ি পাওয়ার যোগ্য কি না’ এমন প্রশ্ন করেছেন।

ফুরকুনির ছোট ভাই শুকুদ্দি জানান, বাবার জমি ভাগ হলে তাঁর বোন পৈতৃক সূত্রে পৌনে ১৪ কাঠা জমি পান। বোনের স্বামী মারা যাওয়ার পর মেয়ে ও নাতনির বিয়েতে সব জমি বিক্রি করে নিঃস্ব হয়ে যান তিনি। পরে তাঁর আশ্রয়ের একটু জায়গায় টিনের ছাউনি তুলে বসবাস করছেন। শুধু ইউনিয়ন পরিষদ থেকে বয়স্ক ভাতার টাকা পান বলে তিনি জানান।

সংশ্লিষ্ট ২ নম্বর ইউপি সদস্য গোলাম মর্তুজা জানান, বৃদ্ধার আইডি কার্ড নেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী তালিকায় তাঁর নাম রাখার ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, ‘বৃদ্ধা ফুরকুনির বাড়ি না পাওয়ার বিষয়টি অবগত হয়েছি। বাড়ি বরাদ্দের তালিকায় অবশ্যই তাঁর নাম তালিকাভুক্ত করা হবে।’

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি

সড়কে গাছ ফেলে ডাকাতি, ছুরিকাঘাতে দুজন আহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

পুশ ইনের শিকার অন্তঃসত্ত্বা সোনালী অবশেষে ভারতে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দুই বাংলাদেশি নিখোঁজ, বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ

ভারতীয় নারী সোনালী খাতুনসহ ৬ জনকে জামিন দিয়েছেন আদালত

পুকুরপাড়ে পড়ে ছিল পাহারাদারের রক্তাক্ত মরদেহ

নির্বাচন ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ঢুকছে অস্ত্র, তিনটি অস্ত্র উদ্ধার