হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও অজ্ঞাতপরিচয় নারী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের আইড়ামারী গ্রামের আবদুর রশিদের মেয়ে বর্ষা খাতুন (৯)। তবে ৫০ বছর বয়সী বৃদ্ধের নাম-পরিচয় জানা যায়নি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর এলাকায় ৫০ বছর বয়সী এক বৃদ্ধ রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সোনামসজিদ স্থলবন্দর থেকে আসা একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।

ওসি আরও বলেন, তা ছাড়া শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে দিয়ে শিশু বর্ষা খাতুন রাস্তা পার হচ্ছিল। এ সময় অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। কারও অভিযোগ না থাকায় বর্ষার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভারত যাওয়ার পথে এক মানব পাচারকারীসহ আটক ৪ যুবক

ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অনুপ্রবেশ, বিজিবির হাতে আটক ১৭ বাংলাদেশি

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জের দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ

বিএসএফ-কাণ্ড: রবিউলের মরদেহে ৬ স্থানে আঘাতের চিহ্ন

বিএসএফের হাতে আটকের পর মারা যাওয়া রবিউলের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার