চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিজ এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও ভাষাসৈনিক গোলাম আরিফ টিপুর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার রানীহাটি ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজায় জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, পুলিশ সুপার ছাইদুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও তাঁর রাজনৈতিক সহকর্মীরা অংশ নেন।
সরেজমিনে দেখা যায়, তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে শেষবারের মতো দেখতে দূর-দূরান্ত থেকে শুভাকাঙ্ক্ষীরা এসেছেন। অনেকেই স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
জানাজা শেষে গোলাম আরিফ টিপুর মরদেহ রাজশাহীতে নেওয়া হয়েছে। সেখানে আরেকটি জানাজা শেষে ঢাকায় শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর দাফন করা হবে।
শিবগঞ্জের কমলাকান্তপুরে ১৯৩১ সালের ২৮ আগস্ট জন্মগ্রহণ করেন গোলাম আরিফ টিপু। তাঁর শৈশবের অনেকটা সময় কেটেছে এই এলাকাতেই।