হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ঘোড়ার দৌড় দেখতে ভিড় 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দিনব্যাপী সদর উপজেলার বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন আম বাগান মাঠে এই প্রতিযোগিতা হয়। বালিয়াডাঙ্গা শান্তি মিশন এই প্রতিযোগিতার আয়োজন করে।

এতে চাঁপাইনবাবগঞ্জ ছাড়াও বগুড়া, নওগাঁ, পাবনা জেলার ৫০টি ঘোড়া অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতা দেখতে ভিড় করে হাজারো মানুষ।

খোঁজ নিয়ে জানা গেছে, ঘোড়ার আকার অনুযায়ী প্রতিযোগীদের তিনটি গ্রুপে ভাগ করা হয়। দিনব্যাপী চলা প্রতিযোগিতায় সকাল থেকেই অংশগ্রহণ করেন প্রতিযোগীরা। পরে বিকেলে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার ফাইনাল।

প্রতিযোগিতায় বি গ্রুপে প্রথম হয়েছেন চাপড়ার ফারুক, দ্বিতীয় হয়েছেন নওগাঁর তানোরের নাদিম, তৃতীয় হয়েছেন সাহাপুরের এনামুল। সি গ্রুপে প্রথম হয়েছেন বরিয়ার বাচ্চু, দ্বিতীয় হয়েছেন রাজশাহীর মোহনপুরের আনারুল এবং তৃতীয় হয়েছেন নওগাঁর সাপাহারের মারুফ। এ গ্রুপে প্রথম হয়েছেন মহাব্বতপুরের আলী, দ্বিতীয় হয়েছেন চাপড়ার জলিল ও তৃতীয় হয়েছেন বরিয়ার মাহবুব।

প্রতিযোগিতায় বড় ঘোড়া নিয়ে গঠিত এ গ্রুপের প্রথম দলকে পুরস্কার হিসেবে ২৪ ইঞ্চি এলইডি টিভি, দ্বিতীয় দলকে ডাবল বার্নারের গ্যাসের চুলা ও তৃতীয় দলকে সিঙ্গেল বার্নারের গ্যাসের চুলা দেওয়া হয়েছে। মাঝারি আকারের ঘোড়া নিয়ে গঠিত বি গ্রুপের প্রথম দল পেয়েছে ডাবল বার্নারের গ্যাসের চুলা, দ্বিতীয় দল পেয়েছে সিঙ্গেল বার্নারের গ্যাসের চুলা ও তৃতীয় দল পেয়েছে ইলেকট্রিক কেটলি। ছোট ঘোড়া নিয়ে গঠিত সি গ্রুপের প্রথম দলকে একটি মোবাইল ফোন, দ্বিতীয় দলকে সিঙ্গেল বার্নারের গ্যাসের চুলা ও তৃতীয় দলকে ইলেকট্রিক কেটলি দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন খাতুন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল হক কমল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাকবিরুল আলম আজম, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য ইউসুফ আলী, মাইনুল হক ডলার, গোবরাতলা ইউনিয়ন পরিষদের সদস্য রাফেজ মীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। 

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি

সড়কে গাছ ফেলে ডাকাতি, ছুরিকাঘাতে দুজন আহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

পুশ ইনের শিকার অন্তঃসত্ত্বা সোনালী অবশেষে ভারতে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দুই বাংলাদেশি নিখোঁজ, বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ