হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূ নিখোঁজের ৮ দিন পর মিলল অর্ধগলিত লাশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৮ দিন পর মিনিয়ারা বেগম মিনি (৪৩) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাতে সদর উপজেলার চৈতন্যপুর ঘোষাডাইং মাঠের একটি গমখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মিনিয়ারা মিনি শিবগঞ্জ উপজেলার ধাইনগরের চৈতন্যপুর গ্রামের বাক্কার আলীর স্ত্রী 

স্থানীয়রা জানান, গত ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ সকাল সাড়ে ৮টায় বাড়ি থেকে নিখোঁজ হয় বাক্কার আলীর স্ত্রী মিনি। অনেক খোঁজাখুঁজির পর তাঁর সন্ধান না পেয়ে শিবগঞ্জ থানায় সেদিনই নিখোঁজ ডায়েরি করেন ওই গৃহবধূর স্বামী বাক্কার আলী। নিখোঁজের পর আজ বুধবার সন্ধ্যায় ওই গৃহবধূর মরদেহ একটি গমখেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ গৃহবধূ মিনির মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, মাঠের একটি গম খেতে মরদেহ পড়ে আছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করা হয়। পরিচয় শনাক্ত করতে গিয়ে জানা গেছে- এই মহিলা গত ৮ দিন পূর্বে নিখোঁজ হয়েছিল। কয়েক দিন ধরে মরদেহ পড়ে থাকার কারণে শরীরের বিভিন্ন অংশ গলে গেছে। এ ছাড়া কিছু কিছু জায়গা কুকুরেও কামড়ে খেয়েছে। যার কারণে গায়ে জখমের চিহ্ন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই সব তথ্য জানা যাবে।

এদিকে ধাইনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল লতিফ জানিয়েছেন মিনিয়ারা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও কয়েকবার তিনি নিখোঁজ হন। গত ২১ ফেব্রুয়ারি তিনি আবার নিখোঁজ হন। পরে খোঁজখুঁজি করে না পেয়ে ওই দিন রাতেই শিবগঞ্জ থানায় একটি জিডি করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি

সড়কে গাছ ফেলে ডাকাতি, ছুরিকাঘাতে দুজন আহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

পুশ ইনের শিকার অন্তঃসত্ত্বা সোনালী অবশেষে ভারতে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দুই বাংলাদেশি নিখোঁজ, বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ

ভারতীয় নারী সোনালী খাতুনসহ ৬ জনকে জামিন দিয়েছেন আদালত