হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: শোকজের জবাব দিলেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে করা শোকজের জবাব দিয়েছেন। আজ শুক্রবার তিনি সশরীরে উপস্থিত হয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ এম সারওয়ার জাহানের কাছে লিখিত বক্তব্য প্রদান করেন। 

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আব্দুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ এম সারওয়ার জাহানের কাছে সশরীরে উপস্থিত হয়ে সৈয়দ নজরুল ইসলাম তার লিখিত বক্তব্য দাখিল করেছেন। নির্বাচনী অনুসন্ধান কমিটি তা তদন্ত সাপেক্ষে নির্বাচন কমিশন বরাবর প্রেরণ করবে।’ 

এর আগে গতকাল বৃহস্পতিবার নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামকে শোকজ করে নির্বাচন অনুসন্ধান কমিটি। আজ শুক্রবার বেলা ১১টায় সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়। 

উল্লেখ্য, গত ২ নভেম্বর স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি

সড়কে গাছ ফেলে ডাকাতি, ছুরিকাঘাতে দুজন আহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

পুশ ইনের শিকার অন্তঃসত্ত্বা সোনালী অবশেষে ভারতে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দুই বাংলাদেশি নিখোঁজ, বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ

ভারতীয় নারী সোনালী খাতুনসহ ৬ জনকে জামিন দিয়েছেন আদালত

পুকুরপাড়ে পড়ে ছিল পাহারাদারের রক্তাক্ত মরদেহ

নির্বাচন ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ঢুকছে অস্ত্র, তিনটি অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ: ৬০ মিটার সেতুর কারণে ১০ কিলোমিটার পাড়ি