হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

সন্ত্রাস-অর্থনির্ভর রাজনীতি নয়, আমরা চাই জনমানুষের রাজনীতি: আখতার হোসেন

­­­নওগাঁ প্রতিনিধি

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। ছবি: আজকের পত্রিকা

‘আমরা এমন একটি রাজনীতি গড়তে চাই, যেখানে সন্ত্রাস বা অর্থের প্রভাব থাকবে না। রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে। আজ রোববার সকালে নওগাঁয় সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় নওগাঁর একটি রেস্ট হাউস থেকে এনসিপির নেতা–কর্মীরা চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা দেন।

আখতার হোসেন বলেন, ‘ভালো কাজের প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু পেশিশক্তি বা অন্তর্দ্বন্দ্বের রাজনীতির কোনো জায়গা আমাদের মধ্যে নেই।’

আখতার হোসেন বলেন, ‘নওগাঁয় এনসিপির সমন্বয় কমিটি গঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে বলা হয়েছে। আমরা আশাবাদী, এই অঞ্চল থেকে সাংগঠনিক শক্তি নিয়েই আমরা সামনে এগোব।’

আখতার হোসেন বলেন, ‘গতকাল আমরা যখন পদযাত্রা নিয়ে নওগাঁয় আসি, তখন জনমানুষের ঢল নামে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে শহর। কিন্তু নওগাঁ শহরের ভেতরের রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ। নওগাঁ জেলা হিসেবে তার কিছু আলাদা প্রয়োজনের জায়গা রয়েছে, আলাদা সম্ভাবনার জায়গা রয়েছে। এখানকার অবকাঠামোগত উন্নয়ন জরুরি।’

তিনি বলেন, ‘বেকারত্ব দূরীকরণ এবং জীবনমান উন্নয়নে যেসব পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। আমরা আশা করছি, নওগাঁ এনসিপির ঘাঁটি হিসেবে গড়ে উঠবে।’

এনসিপির ডাকে নওগাঁবাসীর সাড়া পাওয়ার কথাও তুলে ধরেন আখতার হোসেন। তিনি বলেন, ‘এনসিপি শুধু তরুণদের দল—এই ধারণা নওগাঁয় এসে আমাদের ভেঙে গেছে। প্রবীণ, মধ্যবয়সী, নারী-পুরুষনির্বিশেষে সবাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। শহীদ পরিবারের সদস্যরাও আমাদের কাছে এসেছেন, এটা আমাদের খুশি করেছে।’

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি

সড়কে গাছ ফেলে ডাকাতি, ছুরিকাঘাতে দুজন আহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

পুশ ইনের শিকার অন্তঃসত্ত্বা সোনালী অবশেষে ভারতে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দুই বাংলাদেশি নিখোঁজ, বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ

ভারতীয় নারী সোনালী খাতুনসহ ৬ জনকে জামিন দিয়েছেন আদালত

পুকুরপাড়ে পড়ে ছিল পাহারাদারের রক্তাক্ত মরদেহ