হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসামি মাসুম ওরফে মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫-এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ার এ তথ্য জানান।

এর আগে আজ ভোরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাড়ীনগর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর সহযোগী মো. ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৮০০ গ্রাম হেরোইন, হারিয়ে যাওয়া হাতকড়া ও একটি মোটরসাইকেল উদ্ধারের কথা জানায় র‍্যাব।

গ্রেপ্তার মাসুদ রানা (২৮) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কোদালকাটি জেলেপাড়া গ্রামের মো. নাজিবুল ইসলাম ওরফে নাজিবুরের ছেলে ও মাসুদ রানার সহযোগী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাড়ীনগর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মো. ইলিয়াস (২৪)।

র‍্যাব জানায়, পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার পর র‍্যাব তাঁকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গম চরে অভিযান পরিচালনা করে তাঁকে হাতেনাতে মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও হাতকড়া উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার একাধিক মাদক মামলার আসামি মাসুদ রানা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, পালিয়ে বেশ কিছু দিন ভারতে অবস্থান করেছিলেন। কয়েক দিন আগে দেশে ফিরেছেন তিনি।

এর আগে গত ২৪ মে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মাসুদ রানাকে আটক করেন বিজিবি পোলাডাঙ্গা ক্যাম্পের সদস্যরা। পরে পুলিশ তাঁকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নিয়ে আসে। এ সময় গ্রেপ্তার আসামি মাসুদ রানার মোবাইল ফোনে হেরোইনের ছবি দেখা যায়। রাতে তাঁকে সঙ্গে নিয়েই দুর্গম চরাঞ্চল সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কোদালকাটি এলাকায় অভিযানে যায় পুলিশ।

সেখানে স্কুলপাড়ার একটি পাটখড়ির মাচা থেকে কোটি টাকা দামের ১ কেজি ৮২ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ সময় মাসুদের হাতে হাতকড়া লাগানো ছিল। ফেরার পথে ভোর ৫টার দিকে জেলেপাড়ার একটি লিচুবাগানে পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে মাসুদ হাতকড়া নিয়েই দৌড়ে অন্ধকারের মধ্যে লুকিয়ে যান। এরপর পুলিশ পিছু নিলেও তাঁকে ধরতে পারেনি। এ ঘটনায় পুলিশের ছয় সদস্যকে প্রথমে থানা থেকে প্রত্যাহার ও পরে সাময়িক বরখাস্ত করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি

সড়কে গাছ ফেলে ডাকাতি, ছুরিকাঘাতে দুজন আহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

পুশ ইনের শিকার অন্তঃসত্ত্বা সোনালী অবশেষে ভারতে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দুই বাংলাদেশি নিখোঁজ, বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ