হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

রাজশাহী-চাঁপাই রুটে দুই দিন ধরে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    

ছবি: সংগৃহীত

শ্রমিকদের মারধরের জেরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে গত সোমবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত বাস চলাচল শুরু হয়নি। আগামীকাল বুধবার দুই জেলার শ্রমিক নেতাদের সভা হবে। এর আগে বাস চলাচল শুরু হবে না বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।

এদিকে দুই দিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অটোরিকশায় চড়ে যাতায়াত করতে হচ্ছে তাঁদের। তাতে প্রায় ৬০ কিলোমিটার দূরত্বে যাতায়াতে সময় লাগছে অনেক বেশি। অটোরিকশায় যেতে খরচও বেশি হচ্ছে। সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন যাত্রীরা।

আজ সকালে রাজশাহী নগরের দড়িখড়বোনা মোড়ে চাঁপাইনবাবগঞ্জগামী অটোরিকশার জন্য দাঁড়িয়েছিলেন কামাল উদ্দিন। তিনি বলেন, প্রতিদিন তিনি রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জে অফিস করতে যান। অফিস শেষে আবার ফিরে আসেন। গতকাল সোমবার বাস না পেয়ে লম্বা সময় ধরে অটোরিকশায় চড়ে বাড়ি ফিরেছেন। আজও অফিসে যেতে হচ্ছে অটোরিকশায়।

বাস শ্রমিকেরা জানিয়েছেন, দুই জেলার শ্রমিকদের মধ্যে বিরোধের সূত্রপাত গত শনিবার রাতে। সেদিন বাসে চাঁপাইনবাবগঞ্জে ভাড়া চাওয়াকে কেন্দ্র করে রাজশাহীর একটি বাসের শ্রমিকদের মারধর করা হয়। এরপর রোববার দুই জেলার শ্রমিক নেতারা বসেছিলেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে আশ্বাস দিয়েছিল, আর মারধর করা হবে না। কিন্তু গতকাল সোমবার সকালে রাজশাহীর দুটি বাস চাঁপাইনবাবগঞ্জে গেলে ছয়জন শ্রমিককে মারধর করা হয়।

এরপর থেকে রাজশাহী থেকে কোনো বাস চাঁপাইনবাবগঞ্জ যেতে দিচ্ছেন না শ্রমিকেরা। চাঁপাইনবাবগঞ্জে থাকা রাজশাহীর কিছু বাসও বের হতে দেওয়া হচ্ছে না। বাস বন্ধ থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।

জানতে চাইলে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, ‘আগামীকাল (বুধবার) আমরা দুই পক্ষ বসব। তারপর আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে। এর আগে বাস চলবে না।’

ভারত যাওয়ার পথে এক মানব পাচারকারীসহ আটক ৪ যুবক

ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অনুপ্রবেশ, বিজিবির হাতে আটক ১৭ বাংলাদেশি

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জের দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ

বিএসএফ-কাণ্ড: রবিউলের মরদেহে ৬ স্থানে আঘাতের চিহ্ন

বিএসএফের হাতে আটকের পর মারা যাওয়া রবিউলের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার