হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ: হাসপাতালের মধ্যেই ডেঙ্গুর ‘হটস্পট’

আব্দুল বাশির, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালেই ডেঙ্গুর হটস্পট রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী ও তাঁদের স্বজনেরা।

সরেজমিনে গত শনিবার ২৫০ শয্যাবিশিষ্ট সরবারি এ হাসপাতালে গিয়ে দেখা গেছে, পুরুষ ওয়ার্ডের ভেতরে সাধারণ রোগীদের সঙ্গে ডেঙ্গু আক্রান্তদের রাখা হয়েছে। বারান্দার মেঝেতেও চিকিৎসা নিচ্ছেন রোগীরা। রোগীদের অভিযোগ, হাসপাতাল থেকে তাঁদের কোনো মশারি দেওয়া হচ্ছে না। পাচ্ছেন না সরকারি খাবার। মিলছে না শয্যা।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগ, সাধারণ রোগীদের সঙ্গে হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্তদের রাখার ফলে অন্য রোগীরা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। আর মশারি না দেওয়ার কারণে হাসপাতালের রোগীর সঙ্গে আসা স্বজনেরাও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। ফলে ডেঙ্গু প্রতিনিয়ত বেড়েই চলেছে। হাসপাতালের আশপাশ তেমন পরিষ্কার-পরিচ্ছন্নও রাখা হচ্ছে না।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় সরকারি হাসপাতালগুলো গতকাল সকাল থেকে আগের ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ৭ জন। ছাড়পত্র পেয়েছে সাতজন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২ হাজার ১৬৫ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে।

পৌরসভার মসজিদপাড়া এলাকার বাসিন্দা মো. রনি বলেন, ‘১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড হচ্ছে পৌরসভার ডেঙ্গুর হটস্পট। সেখানে পৌরসভার কোনো পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলে না। মাসে কখনো একবার চলে। আবার কখনো করে না।’

মোখলেসুর রহমান নামের এক রোগী বলেন, ‘সাত দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। হাসপাতালের চিকিৎসার অবস্থা খুবই খারাপ। বাসা থেকে মশারি নিয়ে এসেছি। সাধারণ রোগীদের সঙ্গে ডেঙ্গু আক্রান্তদের রাখা হচ্ছে, যে কারণে অন্যদেরও ডেঙ্গু হচ্ছে। এখানে ডেঙ্গু রোগীদের আলাদা করে রাখলে তাড়াতাড়ি সুস্থ হবে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের এটাতে ব্যর্থতা।’

সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর এ জেলায় ডেঙ্গুর ভয়াবহতা ব্যাপক আকার ধারণ করেছে। এর দায় জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পৌর কর্তৃপক্ষ কোনোভাবে এড়াতে পারে না।’

জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মুহাম্মদ মশিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়গুলো আমার জানা ছিল না। এখানে আমি নতুন যোগদান করেছি। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।’

পুশ ইনের শিকার অন্তঃসত্ত্বা সোনালী অবশেষে ভারতে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দুই বাংলাদেশি নিখোঁজ, বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ

ভারতীয় নারী সোনালী খাতুনসহ ৬ জনকে জামিন দিয়েছেন আদালত

পুকুরপাড়ে পড়ে ছিল পাহারাদারের রক্তাক্ত মরদেহ

নির্বাচন ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ঢুকছে অস্ত্র, তিনটি অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ: ৬০ মিটার সেতুর কারণে ১০ কিলোমিটার পাড়ি

চাঁপাইনবাবগঞ্জে অভিযানে চোর-ডাকাতসহ গ্রেপ্তার ৪০

শুধু স্বাধীনতাযুদ্ধের বিরোধিতা না, জামায়াত পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যাও করেছে : মির্জা ফখরুল

বিনা অনুমতিতে কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত, চাকরি হারালেন শিক্ষিকা

ডাকাত ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা