হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের দুই উপজেলায় পৃথক তিনটি স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সদর ও শিবগঞ্জ উপজেলায় এসব ঘটনা ঘটে। এতে তিনটি গরুও মারা যায়।

নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন খাইরুল ইসলাম (৪৫) ও জালাল উদ্দিন (৩৫) নামের দুই কৃষক এবং তাসবুল (৪৭) নামের এক রাখাল। তাঁদের মধ্যে খাইরুল ইসলাম সদর উপজেলার টিকরামপুর এলাকায় এবং জালাল উদ্দিন বহরমপুর হটাৎপাড়া গ্রামের চার নম্বর বাঁধ এলাকায় ধান কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে মারা যান। আর তাসবুল সদর উপজেলার বারঘরিয়া লক্ষ্মীপুর এলাকায় গরু চরাতে গিয়ে তিনটি গরুসহ বজ্রপাতের শিকার হয়ে মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ও শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া।

জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, বজ্রপাতে একজন কৃষক ও একজন রাখাল মারা গেছেন। নিহত ওই কৃষক ও রাখালের লাশ তাঁদের পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, ‘আমি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।’

ভারত যাওয়ার পথে এক মানব পাচারকারীসহ আটক ৪ যুবক

ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অনুপ্রবেশ, বিজিবির হাতে আটক ১৭ বাংলাদেশি

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জের দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ

বিএসএফ-কাণ্ড: রবিউলের মরদেহে ৬ স্থানে আঘাতের চিহ্ন

বিএসএফের হাতে আটকের পর মারা যাওয়া রবিউলের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার