হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

মাঘের বৃষ্টি আমের জন্য আশীর্বাদ, রবিশস্যের সর্বনাশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মাঘের শেষ দিকে এসে আজ শুক্রবার ভোর থেকে চাঁপাইনবাবগঞ্জে ঝরছে বৃষ্টি। এটি আমের জন্য আশীর্বাদ হলেও সর্বনাশ হবে রবিশস্যের। এমনটাই বলছেন স্থানীয় কৃষি বিভাগসহ সংশ্লিষ্ট কৃষকেরা।

শিবগঞ্জ উপজেলার আমচাষি ইসমাইল খান শামিম জানান, মাঘের বৃষ্টি আমের জন্য আশীর্বাদ হবে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, এখন আমবাগানে প্রচুর পরিমাণে সেচ দিতে হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে সেচ দিতে পারলেই মুকুল ফুটবে গাছে। তিনি বলেন, এখন পাতার মাঝে উঁকি দিচ্ছে আমের মুকুল। প্রায় গাছেই এখন আগাম মুকুল দেখা দিয়েছে। পানি পাওয়ায় আরও দ্রুত গাছে বের হবে মুকুল। আর পানি না পেলে মুকুলগুলো আরও দেরিতে বের হতো।

অপর আমচাষি আহসান হাবিব বলেন, মাঘের বৃষ্টি আমচাষিদের জন্য আশীর্বাদ বটে। প্রতিবছর সেচ বাবদ কৃষকদের বিশাল অঙ্কের টাকা খরচ হতো। সেই খরচ কিছু হলেও বাঁচবে কৃষকদের। তিনি বলেন, বিগত কয়েক বছর আমের ন্যায্যমূল্য পাননি এখানকার আমচাষিরা। শুধু খরচ করেই গেছেন। এবার দুই দফায় বৃষ্টি হওয়ায় অধিকাংশ আমচাষির কিছু হলেও খরচ বাঁচবে। ফলে আমে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। 

উজিরপুর এলাকার কৃষক আলতাব হোসেন জানান, চলতি মৌসুমে তিনি সাড়ে তিন বিঘা জমিতে মসুর ডাল চাষ করেছিলেন। আর কয়েক দিন পরেই ঘরে তোলা হতো মসুর ডাল। কিন্তু শুক্রবার দিনভর ভারী বৃষ্টি হওয়ায় মসুর ডালের গাছ পচে ফল মাটিতে ঝরে পড়ে যাবে। এতে বিপুল পরিমাণ ক্ষতির মুখে হবেন তিনি।

ইসলামপুর এলাকার আনারুল ইসলাম নামে এক কৃষক জানান, তিনি কয়েকজন দোকানির কাছ থেকে টাকা ধার নিয়ে পাঁচ বিঘা জমিতে ধনে ও সরিষার চাষ করেছেন। দুই ফসল এখন ঘরে তোলার সময়। কিন্তু শুক্রবার টানা বৃষ্টির কারণে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাঁকে।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম জানান, বৃষ্টিতে আমে মুকুলের উপকার হবে। তবে রবিশস্যের কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি

সড়কে গাছ ফেলে ডাকাতি, ছুরিকাঘাতে দুজন আহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

পুশ ইনের শিকার অন্তঃসত্ত্বা সোনালী অবশেষে ভারতে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দুই বাংলাদেশি নিখোঁজ, বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ