হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কানসাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ (রোববার) চাঁপাইনবাবগঞ্জ র‍্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

সাজাপ্রাপ্ত আসামি মো. আব্দুর রহমান (৩৮) উপজেলার ছালামপুর গ্রামের মো. গাজলুর রহমানের ছেলে।। 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল কানসাট পল্লি বিদ্যুৎ এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিমকে গ্রেপ্তার করে। ২০২০ সালের ২৯ এপ্রিল শিবগঞ্জ থানায় তাঁর বিরুদ্ধে একটি অস্ত্র আইনে মামলা দায়ের করে র‍্যাব। পরে আদালত বিচার-বিশ্লেষণ শেষে চলতি বছরের ৩ মে তাঁর বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করে। 

বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানায়, দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিম পরিচয় গোপন করে নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় বসবাস করছিল। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। গ্রেপ্তার আসামিকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার আব্দুর রহমানকে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।’

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জের দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ

বিএসএফ-কাণ্ড: রবিউলের মরদেহে ৬ স্থানে আঘাতের চিহ্ন

বিএসএফের হাতে আটকের পর মারা যাওয়া রবিউলের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি