হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে নারীর সঙ্গে প্রতারণার অভিযোগে প্রবাসী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রবাসে থাকাকালীন এক নারীর সঙ্গে প্রতারণার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে শাজাহান আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। পরে তাঁকে সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

আজ সোমবার এ তথ্য জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির। সাজাহান আলী সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মরাপাগলা গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে। গতকাল রোববার সন্ধ্যায় নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির বলেন, ‘গ্রেপ্তার আসামি প্রবাসে থাকাকালে একই এলাকার এক গৃহবধূর সঙ্গে সখ্য গড়ে তোলেন এবং প্রেমের সম্পর্কে (পরকীয়ায়) লিপ্ত হন। পরবর্তী সময়ে বিষয়টি জানাজানি হলে ওই গৃহবধূর সংসারে বিচ্ছেদ ঘটে। এ সময় আসামি ওই নারীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কথোপকথনের সময় আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। একপর্যায়ে ওই নারীর নামে একটি ভুয়া ফেসবুক আইডি খোলেন।’

অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির আরও বলেন, ওই নারী এই সম্পর্ক থেকে সরে আসতে চাইলে আসামি শাজাহান আলী তাঁকে ব্ল্যাকমেল করেন এবং ভুক্তভোগীর কাছ থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নেন। সেই সঙ্গে অবৈধ সম্পর্কে থাকতে বাধ্য করেন। বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করার চেষ্টা করা হলেও তিনি রাজি হননি। পরে দুই মাস আগে ভুক্তভোগী পুনরায় একটি বিয়ে করেন। আসামি তা মেনে না নিয়ে ওই নারীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্টে তাঁদের পুরোনো আপত্তিকর ছবি এবং ভিডিও ছড়িয়ে দেন। এ নিয়ে ওই নারী চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর শাজাহান আলীকে গ্রেপ্তার করা হয়েছে এবং অশ্লীল কার্যকলাপে ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে।

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জের দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ

বিএসএফ-কাণ্ড: রবিউলের মরদেহে ৬ স্থানে আঘাতের চিহ্ন

বিএসএফের হাতে আটকের পর মারা যাওয়া রবিউলের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি