হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

আদালতে আ.লীগ নেতা ও চিকিৎসকের ওপর ডিম নিক্ষেপ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের আদালতে আ.লীগ নেতা ও চিকিৎসকের ওপর ডিম নিক্ষেপ। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জের আদালতে জেলা আওয়ামী লীগের নেতা রুহুল আমিন ও বিএমএর নেতা ডা. গোলাম রাব্বানীর ওপর ডিম ছুড়ে মারার ঘটনা ঘটেছে। আজ বুধবার জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে। এ সময় তোপের মুখে পড়েন আরও দুই আওয়ামী লীগের নেতা।

এর আগে দুপুরে উচ্চ আদালত থেকে জামিনে থাকা ওই দুই আওয়ামী লীগ নেতা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন শুনানির আবেদন করেন। পরে আদালত ২৮ জুলাই তাঁদের জামিন শুনানির দিন ধার্য করেন।

আদালত সূত্রে জানা গেছে, তুহিন হত্যা মামলায় আওয়ামী লীগের ওই দুই নেতা ২৮ জুলাই পর্যন্ত জামিনে থাকলেও পরে তাঁদের অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আইনজীবী নুরে আলম সিদ্দিকী আসাদ জানান, ২০১৫ সালের ২৬ জানুয়ারি তুহিনকে নিজ বাসা থেকে উঠিয়ে নিয়ে হত্যা করে র‍্যাব। পরদিন মেডিকেলের মর্গে তাঁর লাশ শনাক্ত করে পরিবারের লোকজন। এ ঘটনায় ২০২৪ সালের ২৫ ডিসেম্বর সদর মডেল থানায় ২১ জন এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন তুহিনের মামা কবিরুল ইসলাম কবির।

নুরে আলম সিদ্দিকী আসাদ আরও জানান, তুহিন হত্যায় আসামিদের প্রত্যক্ষ মদদ ছিল এবং তাঁদের উপস্থিতিতে র‍্যাব ক্যাম্পে তাঁকে হত্যা করা হয়। পরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এমন নাটক সাজানো হয় এবং র‍্যাবের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি

সড়কে গাছ ফেলে ডাকাতি, ছুরিকাঘাতে দুজন আহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

পুশ ইনের শিকার অন্তঃসত্ত্বা সোনালী অবশেষে ভারতে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দুই বাংলাদেশি নিখোঁজ, বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ

ভারতীয় নারী সোনালী খাতুনসহ ৬ জনকে জামিন দিয়েছেন আদালত

পুকুরপাড়ে পড়ে ছিল পাহারাদারের রক্তাক্ত মরদেহ