হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

মোবাইল কেড়ে নেওয়ায় মায়ের ওপর অভিমানে কিশোরের আত্মহত্যা   

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোবাইল কেড়ে নেওয়ায় মায়ের ওপর অভিমানে করে শাহ আলম (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে প্রসাদপুর কাঁঠাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শাহ আলম রহনপুর পৌরসভার প্রসাদপুর মহল্লার কাঁঠাল মোড়ের বাসিন্দা কাবির আলীর ছেলে।

পুলিশ জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে শাহ আলম নিজ ঘরে মোবাইল দেখছিল। ওই সময় তার মা শাহানা বেগম বাড়ির কাজের জন্য তাকে ডাক দেন। কিন্তু সে মোবাইলে ব্যস্ত থাকায় মায়ের ডাকে সাড়া দিচ্ছিল না। পরে মা তার কাছ থেকে মোবাইলটি কেড়ে নিয়ে যান। ঘটনার পর অভিমানে সিলিং ফ্যানের সঙ্গে গামছা বেঁধে আত্মহত্যা করে সে। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে আলমের মরদেহ উদ্ধার করে গোমস্তাপুর থানায় নিয়ে যায়।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার বলেন, ‘শাহ আলমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জের দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ

বিএসএফ-কাণ্ড: রবিউলের মরদেহে ৬ স্থানে আঘাতের চিহ্ন

বিএসএফের হাতে আটকের পর মারা যাওয়া রবিউলের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি