হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মদের কারখানার সন্ধান

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দেশীয় মদের কারখানার সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। পরে অভিযান চালিয়ে তা ধ্বংস করে দেওয়া হয়। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় বাংলা এবং ৭০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। 

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি এবং সোনামসজিদ বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭৭ /৩-এস থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁদশিকারী গ্রামে। এঘটনায় গ্রেপ্তার করা হয়েছে কারখানার মালিক চাঁদশিকারী গ্রামের হাদিসুল ইসলামের ছেলে মো. বাইরু ইসলামকে (৪০)। তাঁদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

মঙ্গলবার রাতে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ব্যাটালিয়নের কার্যালয় হতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা জানান, বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারিরা যেন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে মদের কারখানাটি ধ্বংস করা হয়। তিনি আরও জানান, ওই কারখানা হতে সীমান্ত এলাকায় দেশীয় মদ সরবরাহ করা হতো। এ ছাড়া বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীরা সেখানে গিয়ে মাদক সেবন করত। 

জানতে চাইলে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক বলেন, সীমান্তে মদের কারখানা থাকায় আমরা উদ্বিগ্ন। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অবৈধ কার্যক্রম বন্ধে বিজিবি, পুলিশ, জনপ্রতিনিধি এবং কমিউনিটি পুলিশের সদস্যরা কাজ করছে। তারপরেও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে একেবারেই সীমান্তে মদের কারখানা গড়ে ওঠায় যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। তিনি সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। 

ভারত যাওয়ার পথে এক মানব পাচারকারীসহ আটক ৪ যুবক

ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অনুপ্রবেশ, বিজিবির হাতে আটক ১৭ বাংলাদেশি

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জের দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ

বিএসএফ-কাণ্ড: রবিউলের মরদেহে ৬ স্থানে আঘাতের চিহ্ন

বিএসএফের হাতে আটকের পর মারা যাওয়া রবিউলের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার