হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

পুলিশ বউ পিটিয়ে কারাগারে কাউন্সিলর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

পুলিশে কর্মরত স্ত্রীকে পেটানোর অভিযোগ উঠেছে নাচোল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হেলার উদ্দীনের বিরুদ্ধে। এ নিয়ে থানায় মামলা করেছেন বাঘা থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) নাসরিন আক্তার।

আজ সোমবার সকালে পৌর এলাকার চেয়ারম্যানপাড়া মহল্লায় কাউন্সিলর হেলাল উদ্দীনের বাড়িতে মারধরের ঘটনা ঘটে। পরে বিকেলে আদালত কাউন্সিলরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে নাচোল থানায় কর্মরত ছিলেন নাসরিন আক্তার। সেই সুবাদে পরিচয় হয় চেয়ারম্যানপাড়ার হেলাল উদ্দীনের সঙ্গে। পরিচয়ের সূত্রধরে প্রায় ছয় বছর আগে বিয়ে হয় নাসরিন আক্তারের। তাঁদের সংসারে দুটি সন্তানও রয়েছে। বর্তমানে নাসরিন আক্তার রাজশাহীর বাঘা থানায় কর্মরত রয়েছেন। সম্প্রতি ছুটি নিয়ে স্বামী হেলাল উদ্দীনের বাড়িতে বেড়াতে আসেন নাসরিন আক্তার। এর পর থেকেই যৌতুকসহ নানান বিষয় নিয়ে নির্যাতন করা হতো তাঁকে। এরই ধারাবাহিকতায় আজ সকালে স্ত্রীকে মারধর করে আহত করেন কাউন্সিলর। পরে জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে নাসরিন আক্তারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান বলেন, কাউন্সিলর হেলাল উদ্দীনের স্ত্রী পুলিশ কর্মকর্তা নাসরিন পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে তাঁকে উদ্ধারে সহায়তা চান। খবর পেয়ে থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত নাসরিন থানায় মামলা দায়ের করেছেন। দুপুরেই কাউন্সিলর হেলাল উদ্দীনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরে বিকেলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জের দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ

বিএসএফ-কাণ্ড: রবিউলের মরদেহে ৬ স্থানে আঘাতের চিহ্ন

বিএসএফের হাতে আটকের পর মারা যাওয়া রবিউলের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি