হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের দুই আসনে নৌকার প্রার্থীদের জয়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের উপনির্বাচনে দুটি আসনে আওয়ামী লীগের দুই প্রার্থী জয় লাভ করেছেন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জয় লাভ করেছেন জিয়াউর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আব্দুল ওদুদ। আজ বুধবার রাতে স্ব স্ব রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন।

এতে চাঁপাইনবাবগঞ্জ ২ (নাচোল, ভোলাহাট, গোমস্তাপুর) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জিয়াউর রহমান পেয়েছেন ৯৪ হাজার ৯২৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী মোহাম্মদ আলী সরকার (আপেল) পেয়েছেন ২৫ হাজার ৩৯৯ ভোট। নৌকার প্রার্থী জিয়াউর রহমান ৬৯ হাজার ৫২৯ ভোট বেশি পেয়ে বেসরকারি বিজয়ী হয়েছেন। 

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী আব্দুল ওদুদ পেয়েছেন ৬৯ হাজার ৬৩৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সামিউল হক লিটন আপেল প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৯৮০ ভোট। ৩ হাজার ৬৫৮ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আব্দুল ওদুদ।’

বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন আবদুল ওদুদকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। 

এর আগে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইলেকট্রনিকস ভোটিং মেশিনে (ইভিএমএ) ভোটগ্রহণ চলে। 

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জের দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ

বিএসএফ-কাণ্ড: রবিউলের মরদেহে ৬ স্থানে আঘাতের চিহ্ন

বিএসএফের হাতে আটকের পর মারা যাওয়া রবিউলের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি