হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ১৫ দিনেও ফেরত নেয়নি বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ এখনো নেয়নি বিজিবি। ঘটনার ১৫ দিন পার হলেও মরদেহ বুঝে পাননি স্বজনেরা। তাঁরা জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মরদেহ দিতে চাইলেও বিজিবি নিচ্ছে না। বিজিবির সঙ্গে যোগাযোগ করে কোনো সাড়া পাচ্ছেন না তাঁরা।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে, বিএসএফ অন্যায়ভাবে বাংলাদেশিকে হত্যার প্রতিবাদ হিসেবেই এ মরদেহ ফেরত নেওয়া হচ্ছে না। 

গত ২১ ডিসেম্বর দিবাগত রাত ২টার দিকে আজমতপুর সীমান্ত ফাঁড়ি এলাকায় বিএসএফের গুলিতে নিহত হন মো. ইব্রাহীম হোসেন (২৮)। তিনি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুরের ঢুলিপাড়া গ্রামের আবু তাহের দুখুর ছেলে।

তাঁর চাচাতো ভাই শরিফুল ইসলাম বলেন, ‘ইব্রাহীম নিহতের আজ ১৫ দিন পার হলেও মরদেহ ফেরত নিচ্ছে না বিজিবি। তাঁদের সঙ্গে বারবার যোগাযোগ করেও কিছুই জানতে পারছি না। লাশ ফেরত পাওয়া নিয়ে আমরা চিন্তায় আছি।’

ইব্রাহীমের মা ফুরকুনি বেগম বলেন, ‘আমার ছেলে মারা যাওয়া আজ ১৫ দিন পার হয়ে গেল তবুও তার মুখ দেখতে পেলাম না। আমার সংসারে উপার্জনের একমাত্র মানুষ ছিল ইব্রাহীম। কিন্তু সে তো দুনিয়া ছেড়ে চলে গেছে। তার লাশটাও দেখতে পাব না? আমার সরকারের কাছে আকুল আবেদন, বিজিবির কাছে আবেদন, যেন আমরা ইব্রাহীমের মরদেহটা অন্তত একনজর দেখতে পাই।’

আজ শুক্রবার এ ব্যাপারে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমির হোসেন মোল্লা বলেন, ‘এর আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছিল। ইব্রাহিমের মরদেহ তাঁদের কাছে রয়েছে। তবে বিজিবির পক্ষ থেকে আমরা মরদেহ নিচ্ছি না। এ ঘটনায় এখন আর কোনো আপডেট নেই। বিএসএফের সঙ্গে আমাদের আর যোগাযোগ হয়নি।’

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর দিবাগত রাত ২টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হন বাংলাদেশি যুবক মো. ইব্রাহীম হোসেন (২৮)। বিএসএফের ৭০ শ্মশানী ক্যাম্পের সদস্যদের গুলিতে নিহত হন তিনি। বিএসএফ এখন সেই মরদেহ ফেরত দিতে চাইলেও নিচ্ছে না বিজিবি। প্রতিবাদ হিসেবেই মরদেহ নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক।

ভারত যাওয়ার পথে এক মানব পাচারকারীসহ আটক ৪ যুবক

ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অনুপ্রবেশ, বিজিবির হাতে আটক ১৭ বাংলাদেশি

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জের দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ

বিএসএফ-কাণ্ড: রবিউলের মরদেহে ৬ স্থানে আঘাতের চিহ্ন

বিএসএফের হাতে আটকের পর মারা যাওয়া রবিউলের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার