হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

ইভিএমে ত্রুটি, সন্ধ্যা পর্যন্ত ভোট গ্রহণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

তফসিল অনুযায়ী সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলার কথা। কিন্তু ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের যান্ত্রিক ত্রুটির কারণে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত চলেছে ভোট গ্রহণ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা দুর্লভপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বারোরশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করতে দেখা গেছে।

বুধবার সকাল ৮টা থেকেই ভোট গ্রহণ শুরু হয় বারোরশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। কিন্তু সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয় ইভিএম মেশিনে। এ ছাড়াও অনেকেরই আঙুলের ছাপ না মেলার ঘটনা ঘটেছে। প্রশস্ত জায়গা না থাকার কারণেও ভোট গ্রহণে দেরি হয়েছে বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা।

বারোরশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বাবুল আখতার বলেন, এই কেন্দ্রের মোট ভোটার ৩ হাজার ১৮১ জন। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৮০ শতাংশ ভোট গণনা হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে এখনো ভোট গ্রহণ চলমান রাখা হয়েছে।

স্থানীয় ভোটার তরিকুল ইসলাম জানান, জায়গা ছোট ও মেশিনে বারবার ফিঙ্গার না মেলার কারণে দুর্ভোগে পড়ে যায় ভোটাররা। যার কারণে সন্ধ্যা পর্যন্ত ভোট নিতে হচ্ছে। মাগরিবের আজানের সময় বারোরশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সবগুলো ভোট কক্ষের ভোট গ্রহণ শেষ হলেও একটি কক্ষে ভোট চলমান ছিল। 

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান বলেন, ‘নিয়ম অনুযায়ী ৪টা পর্যন্ত ভোট গ্রহণের নিয়ম রয়েছে। তবে ভোট কেন্দ্রের সীমানার মধ্যে ঢুকে পড়লে অবশিষ্ট ভোটারদের ভোট গ্রহণ করতে হবে। বিষয়টি আমাদের নজরে রয়েছে। সন্ধ্যা পর্যন্ত ভোট গ্রহণের কারণে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’ 

দুই দফায় স্থগিত হওয়ার পর বুধবার (০২ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউপি নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবু আহমেদ নজমুল কবির মুক্তা নৌকা প্রতীক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু মোটরসাইকেল প্রতীক ও শিবগঞ্জ পৌর জামায়াতের আমীর গোলাম আজম আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা তাসিনুর রহমান জানান, নির্বাচনে তিনজন চেয়ারম্যানসহ ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ৩৯ হাজার ৯৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৮০১ জন ও নারী ভোটার ১৯ হাজার ১৮৩ জন। নির্বাচনে ১৭ জন প্রিসাইডিং কর্মকর্তা, ১৫০ জন সহকারী প্রিসাইডিং ও ৩০০ জন পোলিং এজেন্ট নিয়োজিত রয়েছেন। মোট ১৭টি ভোট কেন্দ্রে ১৫০টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

ভারত যাওয়ার পথে এক মানব পাচারকারীসহ আটক ৪ যুবক

ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অনুপ্রবেশ, বিজিবির হাতে আটক ১৭ বাংলাদেশি

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জের দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ

বিএসএফ-কাণ্ড: রবিউলের মরদেহে ৬ স্থানে আঘাতের চিহ্ন

বিএসএফের হাতে আটকের পর মারা যাওয়া রবিউলের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার