হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

রাজশাহীতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রতীকী ছবি

রাজশাহীতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত হাদিকুল ইসলাম (৫৪) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ডাকবাংলো এলাকার বাসিন্দা ছিলেন তিনি।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আমান উল্লাহ জানান, হাদিকুল চেক জালিয়াতির মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কারাগারে। সম্প্রতি তিনি সেখানে অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষা-নিরীক্ষায় তাঁর হৃদ্‌রোগ শনাক্ত হয়। এরপর চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানে দেওয়া হয়েছিল।

জেলার জানান, সম্প্রতি তাঁকে চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঠানো হলে সরাসরি রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসায় তিনি সুস্থও হয়ে উঠেছিলেন। তাই তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছিল। আজ মঙ্গলবার সকালে তাকে চাঁপাইনবাবগঞ্জে নেওয়ার প্রস্তুতি চলছিল। তখনই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস বলেন, হাসপাতালে আনার আগেই ওই কয়েদির মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করবে কারা কর্তৃপক্ষ।

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি

সড়কে গাছ ফেলে ডাকাতি, ছুরিকাঘাতে দুজন আহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

পুশ ইনের শিকার অন্তঃসত্ত্বা সোনালী অবশেষে ভারতে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দুই বাংলাদেশি নিখোঁজ, বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ