হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভুলবশত ভারতে ঢুকে পড়া বিজিবি সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার জহুরপুরটেক সীমান্তে ভুলবশত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন মো. মতিউর রহমান নামের এক বিজিবি সদস্য। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২১ জুন) রাত পৌনে ১০টার দিকে জহুরপুর বেলপাড়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ওই বিজিবি সদস্যকে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।

বিজিবি সূত্র জানায়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে জহুরপুরটেক ক্যাম্পের ল্যান্স নায়েক মো. মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে নারায়ণপুর গ্রামের চরাঞ্চলে টহলে যান। এ সময় কাশবনের মধ্যে মহিষ অনুসরণ করতে গিয়ে তিনি ভুল করে ভারতের পিরোজপুর এলাকায় ঢুকে পড়েন। এটি ভারতের ৭১ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন নুরপুর সীমান্ত অঞ্চল। তিনি আনুমানিক তিন কিলোমিটার ভেতরে ঢুকে যান।

বিষয়টি বুঝতে পেরে তিনি নিকটবর্তী বিএসএফ পিরোজপুর ক্যাম্পকে অবগত করেন। পরে দুই বাহিনীর মধ্যে যোগাযোগের ভিত্তিতে রাত ১০টার দিকে শূন্যরেখায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ৫৩ বিজিবির ২৩/৭-এস পয়েন্টে ওই বৈঠকে বিএসএফ বিজিবি সদস্যকে হস্তান্তর করে।

এ বিষয়ে লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, ‘ভুলবশত আমাদের এক সদস্য সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন এবং মোবাইল ফোনে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আমরা বিএসএফকে বিষয়টি জানালে রাতেই তারা আমাদের সদস্যকে ফিরিয়ে দেয়।’

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জের দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ

বিএসএফ-কাণ্ড: রবিউলের মরদেহে ৬ স্থানে আঘাতের চিহ্ন

বিএসএফের হাতে আটকের পর মারা যাওয়া রবিউলের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি