হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

সেই মাঠেই শুরু হলো বাণিজ্য মেলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরোনো স্টেডিয়ামে শনিবার বিকালে মাসব্যাপী বাণিজ্য মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। ছবি: আজকের পত্রিকা

শত বিতর্কের মধ্যেও চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরোনো স্টেডিয়ামেই শিল্পপণ্য ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। শনিবার বিকেল ৫টায় মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রেজাউল করিম, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ এবং মেলা আয়োজক কমিটির সদস্যরা।

দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, ‘১০ মে থেকে ১০ জুন পর্যন্ত এক মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা চলবে। এখানে দর্শনার্থীরা নির্বিঘ্নে সুলভ মূল্যে মালামাল ক্রয় করতে পারবেন। সেই নির্দেশনা সব দোকানদারকে দেওয়া হয়েছে। এ জেলার পণ্য ছাড়াও অন্য জেলার পণ্য চাঁপাইনবাবগঞ্জের ১৮ লাখ মানুষের কাছে তুলে ধরতে এই মেলার আয়োজন করা হয়েছে।’

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরোনো স্টেডিয়ামে শনিবার বিকালে মাসব্যাপী বাণিজ্য মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। ছবি: আজকের পত্রিকা

আব্দুল ওয়াহেদ আরও বলেন, ‘মেলা শেষে খেলার মাঠের চিত্র আমরা পরিবর্তন করে দেব। এটা আমরা এজন্য করব যে যাতে পরবর্তী সময়ে এই মাঠটি পেতে আমাদের কোনো সমস্যায় পড়তে না হয়। আর জাতীয় ক্রীড়া পরিষদে আমাদের সিকিউরিটি জমা আছে। আমরা এটা ঠিক না করে দিলে টাকা ফেরত পাব না।’

মেলা উদ্বোধনের সময় জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, ‘খেলাধুলার জন্য আমাদের পৃষ্ঠপোষকতা অবশ্যই করতে হবে। পাশাপাশি দেশীয় শিল্পপণ্যের বিকাশ ঘটানোর জন্য এই টাইপের প্রচার এবং প্রসার ঘটাতে হবে।’

এর আগে গত ২৯ এপ্রিল আজকের পত্রিকায় ‘স্টেডিয়ামের মাঠ খুঁড়ে মাসব্যাপী মেলা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়। শেষ পর্যন্ত সমালোচনার মধ্যেই মেলা শুরু হলো।

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি

সড়কে গাছ ফেলে ডাকাতি, ছুরিকাঘাতে দুজন আহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

পুশ ইনের শিকার অন্তঃসত্ত্বা সোনালী অবশেষে ভারতে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দুই বাংলাদেশি নিখোঁজ, বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ