হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় টিসিবির পণ্য জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় টিসিবির পণ্য জব্দ করেছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চত্বরে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত ঘটনাস্থলে গিয়ে মালামালগুলো জব্দ করে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের হল রুমে রাখা ছিল ডিলারের টিসিবি পণ্য। আজ শনিবার ছুটির দিন থাকায় টিসিবির ডিলার ভ্যানযোগে ৪৬ বস্তা মাল পাচারের চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে ভ্যানসহ মালামাল আটক করে ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন। এ সময় ওপর ধোবড়া গ্রামের নজিবুর রহমানের ছেলে আলম ও সন্ন্যাসী কুপতলা গ্রামের নবীর ছেলে হানিফকে তালাবদ্ধ করে আটক করে রাখা হয়।

টিসিবির পণ্য পাচারের সঙ্গে আনিকা ট্রেডার্সের স্বত্বাধিকারী হুসেইন শহিদের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। তবে আনিকা ট্রেডার্সের স্বত্বাধিকারী হুসেইন শহিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা জানান, টিসিবি পণ্য ভ্যানযোগে বাইরে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করেছে। পরে ইউএনও বিষয়টি সমাধান করেছেন। 

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আবুল হায়াত জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে টিসিবির ৪৬ বস্তা মালামাল জব্দ করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি

সড়কে গাছ ফেলে ডাকাতি, ছুরিকাঘাতে দুজন আহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

পুশ ইনের শিকার অন্তঃসত্ত্বা সোনালী অবশেষে ভারতে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দুই বাংলাদেশি নিখোঁজ, বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ