হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে নসিমনের চাপায় মেয়ে নিহত, মা আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নসিমনের চাপায় হাজেফা খাতুন (১ বছর ৯ মাস) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন রয়েছেন ওই শিশুর মা রোজিনা বেগম (২৬)। 

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোঁয়াবাড়ি চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

হাজেফা খাতুন উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোঁয়াবাড়ী চাঁদপুর গ্রামের আজারুল ইসলামের মেয়ে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মোবারকপুর-টিকোরী থেকে ছেড়ে আসা একটি নসিমন রহনপুর যাচ্ছিল। এ সময় হাজেফা বাড়ি থেকে বের হয়ে রাস্তায় চলে যায়। পরে শিশুটির মা শিশুটিকে আনতে গেলে একটি নসিমন মা-মেয়েকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। একই সঙ্গে আহত রোজিনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে হস্তান্তর করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, এ ঘটনায় নসিমনটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি

সড়কে গাছ ফেলে ডাকাতি, ছুরিকাঘাতে দুজন আহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

পুশ ইনের শিকার অন্তঃসত্ত্বা সোনালী অবশেষে ভারতে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দুই বাংলাদেশি নিখোঁজ, বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ

ভারতীয় নারী সোনালী খাতুনসহ ৬ জনকে জামিন দিয়েছেন আদালত

পুকুরপাড়ে পড়ে ছিল পাহারাদারের রক্তাক্ত মরদেহ

নির্বাচন ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ঢুকছে অস্ত্র, তিনটি অস্ত্র উদ্ধার