চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় শামীম হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন। শামীম হোসেন শিবগঞ্জ উপজেলার কানসাট কলোনীপাড়া এলাকার মৃত আবদুর রাজ্জাকের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবদুল ওদুদ বলেন, ২০২১ সালের ২৯ ডিসেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-১-এর একটি দল শিবগঞ্জ উপজেলার রসুলপুর এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন শামীম। পরে তাঁকে ১ কেজি ৪৮৫ গ্রাম হেরোইনসহ আটক করে র্যাব।
ঘটনার দিনই র্যাব-৫-এর উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলাটি তদন্ত করে একই থানার উপপরিদর্শক (এসআই) অপু কুমার ২০২২ সালের ২৬ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন।