হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

তরুণীর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সাকিব আলী।ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ মামলায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ওই যুবকের নাম সাকিব আলী (২৪)। সদর উপজেলার বারোঘরিয়া বাদুরতলা এলাকায় তাঁর বাড়ি। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার বারোঘরিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ রাজশাহী ক্যাম্পের একটি দল।

আজ বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৫–এর রাজশাহীর উপ–অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক।

এতে জানানো হয়, সাকিব আলী এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। দীর্ঘদিন ধরে চলা সেই সম্পর্কের একপর্যায়ে তিনি ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন। সেই সময় গোপনে নিজের মোবাইল ফোনে তরুণীর নগ্ন ছবি ধারণ করেন তিনি।

পরে বিয়ের প্রস্তাব দিলে সাকিব নানা টালবাহানায় সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে তরুণী তাঁকে বিয়ের জন্য চাপ দিলে সাকিব মোবাইলে ধারণ করা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে গতকাল চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি ধর্ষণ মামলা করেন। এরপর রাতেই র‌্যাব অভিযান চালিয়ে সাকিব আলীকে গ্রেপ্তার করে। পরে তাঁকে থানায় হস্তান্তর করা হয়।

ভারত যাওয়ার পথে এক মানব পাচারকারীসহ আটক ৪ যুবক

ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অনুপ্রবেশ, বিজিবির হাতে আটক ১৭ বাংলাদেশি

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জের দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ

বিএসএফ-কাণ্ড: রবিউলের মরদেহে ৬ স্থানে আঘাতের চিহ্ন

বিএসএফের হাতে আটকের পর মারা যাওয়া রবিউলের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার