হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

রাজশাহীতে ‘সন্ত্রাসবিরোধী’ দলের সংগঠকের ১৩ বছরের সাজা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীসহ সরকারি কর্মকর্তাদের নামে মানহানিকর তথ্য প্রচার করার অপরাধে ‘বাংলাদেশ সন্ত্রাসবিরোধী দলের’ (বাসবিদ) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের এক সংগঠককে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম হারুন-অর-রশীদ (৬৮)। তিনি শিবগঞ্জ উপজেলার রানীহাটি গ্রামের বাসিন্দা। এ মামলায় আরও তিনজন আসামি ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁদের বেকসুর খালাস দিয়েছেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরে টানিয়ে রাখা একটি ব্যানার পুলিশের নজরে আসে। ওই ব্যানারে লেখা ছিল বাংলাদেশ সন্ত্রাসবিরোধী দল (বাসবিদ)। এ দলে যোগ দিলে কোনো ধরনের কর দেওয়া লাগবে না। পাশাপাশি ব্যানারটিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের নামে মানহানিকর কথা লেখা ছিল।

পুলিশ এসব ব্যানারসহ একটি ফেসবুক পেজ দেখতে পায়। চাঁপাইনবাবগঞ্জে কথিত ওই সংগঠনের সংগঠক হিসেবে হারুন-অর-রশিদসহ কয়েকজন কাজ করছেন বলে পুলিশ জানতে পারে। এ নিয়ে তাঁদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ।

আইনজীবী ইসমত আরা বলেন, রায় ঘোষণার সময় অন্য তিন আসামি হাজির ছিলেন। আর হারুন গ্রেপ্তারের পর জামিন নিয়ে পলাতক রয়েছেন। আদালত তিন আসামিকে খালাস দিয়ে হারুনকে তিনটি ধারায় ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া তিন ধারায় তাঁকে ১ লাখ করে ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে প্রতি লাখের বিপরীতে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জের দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ

বিএসএফ-কাণ্ড: রবিউলের মরদেহে ৬ স্থানে আঘাতের চিহ্ন

বিএসএফের হাতে আটকের পর মারা যাওয়া রবিউলের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি