হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

ভারতে শুল্ক আরোপে চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে পেঁয়াজের দাম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ভারতের সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে। গত শনিবার এ ঘোষণা আসার পরই বাজারে হু হু করে বাড়তে শুরু করে পেঁয়াজের দাম। চাঁপাইনবাবগঞ্জে মাত্র একদিনের ব্যবধানে এই নিত্যপণ্যটির দাম কেজিপ্রতি ১২-১৫ টাকা পর্যন্ত বেড়েছে। 

আজ সোমবার বিকেলে শিবগঞ্জের বিভিন্ন বাজারে প্রতি কেজি আমদানি করা ভারতীয় পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। যা গত শনিবার ছিল ৪৫ থেকে ৫০ টাকা। আমদানি করা পেঁয়াজের দাম বাড়ার প্রভাবে বেড়েছে দেশি পেঁয়াজের দামও। বাজারে প্রতি কেজি ভালো মানের দেশি পেঁয়াজ ৬৫-৬৭ টাকায় বিক্রি হচ্ছে। যা একদিন আগেও ছিল ৪৬-৪৮ টাকার মধ্যে। 

শুধু খুচরায় নয়, পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। তবে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পেঁয়াজের দাম আরও বাড়বে বলে আমদানিকারকদের সূত্র জানিয়েছে। একইভাবে পাইকারিতে দেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি প্রায় ৮ টাকা বেড়েছে। 

শিবগঞ্জ বাজারের খুচরা বিক্রেতা শরিফ উদ্দিন জানান, গত দুদিন আগে ৩৫-৪০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করেছেন। বর্তমানে ৬০-৬৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করছেন। এ ছাড়া পাইকারি কিনতে হচ্ছে ৫০-৫২ দরে। 

আড়তদার জিয়াউল হক জানান, নাসিক পেঁয়াজের দাম একটু বেশি। এমকে পেঁয়াজের দাম একটু কম। তুলনামূলকভাবে কেজি প্রতি ১০-১২ টাকা বেড়েছে। আগামীতে কেজি প্রতি পেঁয়াজের দাম বাড়বে ১৫-২০ টাকা। 

আমদানিকারক আজিজুল হক বলেন, বেশ কয়েক দিন আগে কেজি প্রতি পেঁয়াজের দাম পড়েছে ৪৫ টাকা। সোমবার এক কেজি পেঁয়াজ আমদানি করতে খরচ পড়েছে ৫৪ টাকা। যেহেতু পচনশীল পণ্য পেঁয়াজ, ফলে অল্প দাম পেলেই মোকামে পাঠানো হচ্ছে। 

আমদানিকারক তাজেল আলী বলেন, পেঁয়াজ রপ্তানিতে ভারত ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এ কারণে সীমান্তে স্থলবন্দর এলাকায় দাম বেড়েছে। যার প্রভাব পড়েছে চাঁপাইনবাবগঞ্জে। বর্তমানে প্রতি টন পেঁয়াজ ২০০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি

সড়কে গাছ ফেলে ডাকাতি, ছুরিকাঘাতে দুজন আহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

পুশ ইনের শিকার অন্তঃসত্ত্বা সোনালী অবশেষে ভারতে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দুই বাংলাদেশি নিখোঁজ, বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ

ভারতীয় নারী সোনালী খাতুনসহ ৬ জনকে জামিন দিয়েছেন আদালত

পুকুরপাড়ে পড়ে ছিল পাহারাদারের রক্তাক্ত মরদেহ