চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিষণ সীমান্তে ১৭ জনকে পুশ ইন করেছে বিএসএফ। আজ মঙ্গলবার সকালে ওই সীমান্তের লালমাটিয়া এলাকা দিয়ে তাদের পুশ ইন করা হয় বলে জানিয়েছেন ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম। পরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
বিজিবির মাধ্যমে আটক হওয়া এসব নারী-পুরুষ ও শিশুদের গোমস্তাপুর থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে পুলিশ ও বিজিবি।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, সকালে বিভিষণ সীমান্তের লালমাটিয়া এলাকা দিয়ে ভারতের ওপারের চিলারদাড়া এলাকা দিয়ে ওই ১৭ জনকে পুশ ইন করে বিএসএফ। পরে তাদের আটক করে বিজিবি।
নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুশ ইনের শিকার নাগরিকেরা সবাই বাংলাদেশি। ১০ থেকে ১২ বছর আগে তারা কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং সেখানে ইটের ভাটায় কাজ করত তারা। আটক ব্যক্তিদের মধ্যে নারী-পুরুষ ও শিশু রয়েছে।
বিজিবির সিও আরও বলেন, আটক ব্যক্তিদের কাছে জাতীয় পরিচয়পত্র আছে। তা দেখে নিশ্চিত হওয়া গেছে যে তাঁরা বাংলাদেশি।
এদিকে গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন জানান, বিএসএফ সীমান্ত পেরিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয়। পরে বিজিবি তাদের আটক করে থানায় হস্তান্তর করেছে। তারা এখন থানা হেফাজতে আছে। জিজ্ঞাসাবাদ শেষে আইন অুনয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে।