হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

সব বাধা অতিক্রম করে রাজশাহীতে সমাবেশ সফল করা হবে: এমপি হারুন 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সব বাধা অতিক্রম করে রাজশাহীতে সমাবেশ সফল করা হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ সদরের সংসদ সদস্য হারুনুর রশিদ। রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে আজ শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় হারুনুর রশিদ আরও বলেন, ‘সারা দেশের মানুষ আজ জেগে উঠেছে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সব জুলুম নির্যাতনের অবসান চায় জনগণ। ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির মহাসমাবেশস্থলে প্রয়োজনে আগের রাত থেকেই অবস্থান নেওয়া হবে। যেকোনো মূল্যে মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করে সফল করা হবে।’

আজ সকালে হারুনুর রশিদের চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠান পাড়ার বাসায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল বারেক, জেলা যুবদলের সভাপতি তবিউল ইসলাম তারিফ, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল, তাঁতী দলের আহ্বায়ক আতাউর রহমান, রাণীহাটি ইউপির চেয়ারম্যান রহমত আলী, বালিয়াডাঙ্গা ইউপির চেয়ারম্যান আতাউল হক কমল, সাবেক ছাত্রনেতা মীম ফজলে আজিম প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি

সড়কে গাছ ফেলে ডাকাতি, ছুরিকাঘাতে দুজন আহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

পুশ ইনের শিকার অন্তঃসত্ত্বা সোনালী অবশেষে ভারতে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দুই বাংলাদেশি নিখোঁজ, বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ

ভারতীয় নারী সোনালী খাতুনসহ ৬ জনকে জামিন দিয়েছেন আদালত