হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

স্ত্রী অন্যের সঙ্গে পালিয়ে যাওয়ায় স্বামীর আত্মহত্যা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্ত্রী অন্যের সঙ্গে পালিয়ে যাওয়ায় এক যুবক আত্নহত্যা করেছেন। তাঁর মরদেহ গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে আখাউড়া রেলওয়ে পশ্চিম কলোনি এলাকায় আমগাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে আখাউড়া থানার পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবকের নাম প্রদ্বীপ দাস।

এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. এনাম খাদেম জানান, নিহত যুবক কুলিবাগান এলাকায় পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন।  মাঝেমধ্যে তাঁকে নেশাগ্রস্ত অবস্থায়ও দেখতেন স্থানীয়রা। সম্প্রতি তাঁর স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পালিয়ে যান। তবে যে গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখা গেছে, তা রহস্যজনক। 

স্থানীয়দের বরাত দিয়ে আখাউড়া থানার ওসি (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান জানান, নিহত যুবক পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। তাঁর স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। ইতিমধ্যে একাধিকবার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা তাঁকে রক্ষা করেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। 

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার