সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে টানা চার দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আজ শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে আখাউড়া আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আখাউড়া স্থলবন্দর ও আগরতলা স্থলবন্দরের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল শনিবার থেকে ২৪ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন স্বাক্ষরিত একটি প্যাডে দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিনের বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়।
আখাউড়া আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে দুই দেশের ব্যবসায়ীদের জানানো হয়েছে। টানা চার দিনের ছুটি শেষে আগামী ২৫ অক্টোবর বুধবার থেকে আবার আমদানি-রপ্তানি শুরু হবে।
আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়া বলেন, দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।