ব্রাহ্মণবাড়িয়ায় নদীর তীরে রেলিংয়ে রশি পেঁচিয়ে ঝোলানো সুমন সাহা নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরনের গেঞ্জিতে লেখা ছিল মৃত্যুর কারণ। তবে এটি তাঁর হাতের কি না সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। আজ বুধবার শহরের পাইকপাড়া এলাকার তিতাস নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সুমন সাহা (৪২) শহরের কালাশ্রীপাড়া এলাকার অশোক সাহার ছেলে।
জানা গেছে, সকালে শহরের পাইকপাড়া এলাকার তিতাস নদীর তীরের রেলিংয়ের সঙ্গে গলায় রশি বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
লাশের পরনে থাকা গেঞ্জিতে লেখা আছে, ‘আমার বাবার হক আমি পাইলাম না। আমার মেয়েরা যেন সেই হক পায়।’ তবে এই লেখা তাঁর হাতের কি না, সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মরদেহটি নদীর তীরের রেলিংয়ের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝোলানো ছিল। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।