হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

করোনায় ৭ মাসের অন্তঃসত্ত্বা কলেজ শিক্ষিকার মৃত্যু

প্রতিনিধি, মুরাদনগর (কুমিল্লা) 

কুমিল্লার মুরাদনগরে করোনায় আক্রান্ত হয়ে রোকসান আরা পারভীন লিপি (৩৫) নামের এক কলেজ শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। 

মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

রোকসান আরা পারভীন লিপি উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন হায়দরাবাদ জাহানারা হক ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাউতলি গ্রামের আমানুল্লাহর মেয়ে। 

কলেজ সূত্রে জানা যায়, রোকসান আরা পারভীন লিপিকে প্রথমে গাইনি সমস্যার কারণে কুমিল্লার মুক্তি হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসকেরা তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে তার করোনা শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তাঁর মৃত্যু হয়। 

মঙ্গলবার বাদ যোহর তাঁর শ্বশুর বাড়ি কসবা উপজেলার বাদুইড় গ্রামে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে লাশ দাফন করা হয়। প্রভাষক রোকসান আরা পারভীন লিপির মৃত্যুতে তাঁর কর্মস্থলের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা