হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আটকের ৩ বছর পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটকের ৩ বছর পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নাগরিক। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশ প্রবেশ করেন তাঁরা।

বাংলাদেশি নাগরিকেরা হলেন-চট্টগ্রামের ফটিকছড়ির মোহাম্মদ বেলাল উদ্দিন, একই এলাকার মোহাম্মদ হোসাইন, মো. আব্দুল রহিম, মোহাম্মদ আলম ও মো. দিদার।

আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশন সূত্রে জানা গেছে, ২০১৯ সালে বাংলাদেশের রামগড় সীমান্ত অতিক্রম দিয়ে ভারতে প্রবেশের পর ওই ৫ বাংলাদেশি ত্রিপুরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। পরে আদালতের নির্দেশে আগরতলা ওল্ড এইচে তাঁদের রাখা হয়।  পরে বাংলাদেশে তাঁদের ঠিকানা নিশ্চিতের পর দেশে ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়। 

আখাউড়া স্থলবন্দরের শূন্য রেখায় ফেরত আসাদের গ্রহণ করার সময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার, ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনার কার্যালয়ের সহকারী রাষ্ট্রদূত আরিফ মোহাম্মদ, প্রথম সচিব মো. রেজাউল হক চৌধুরী, এস এম আসাদুজ্জামান, আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকসহ ভারত ফেরত ব্যক্তিদের পরিবারের সদস্যরা। 

পরে ওই ৫ জনের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাবার ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। 

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

স্বতন্ত্রের চাপে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা