হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

বিএনপি নেতাদের জামিনের ব্যাপারে আদালতই কথা বলতে পারবেন: আইনমন্ত্রী 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বিএনপি নির্বাচনে এলে জেল থেকে ছেড়ে দেওয়া হবে—কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের এমন বক্তব্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘কৃষিমন্ত্রী যে মন্তব্য করেছেন, এটা তাঁর ব্যক্তিগত অভিমত। এটা দলের কোনো অভিমত নয়। বিএনপি নেতা যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিচার ও তাদের জামিনের ব্যাপারে শুধু আদালতই কথা বলতে পারবেন, আর কেউ নয়।’

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে নির্বাচনী প্রচারণায় বিএনপি নেতাদের জেল থেকে মুক্তি এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে কৃষিমন্ত্রীর বক্তব্য নিয়ে করা প্রশ্নের জবাবে এ মন্তব্য করেছেন মন্ত্রী।

কৃষিমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে ‘গোপন তথ্য ফাঁস হয়েছে’ বলে মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। এ বিষয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘উনি তো কোথায় বসে বসে বাণী ছাড়েন, ওনার বাণীগুলো হচ্ছে সম্পূর্ণ অসত্য। তথ্যভিত্তিক নয়।’

আনিসুল হক বলেন, ‘বিএনপি ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে হত্যা করেই এ দেশে স্বৈরশাসন চালাচ্ছিল। তখন বিচার বিভাগকে যে রকম করাপ্ট করা হয়েছিল সে অবস্থা এখন আর নাই। বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন।’

পরে মন্ত্রী আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে শুরু করে পৌর শহরের সড়কবাজারের বিভিন্ন দোকানপাটের সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। পরে তিনি আখাউড়ার খরমপুর কেল্লা বাবার মাজারসহ বিভিন্ন মাজার জিয়ারত করেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার